বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা এলাকা সংলগ্ন নাফনদীতে এ অভিযান চালানো হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান এ তথ্য বাংলানিউজকে জানান।
বিজিবির ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের এক নম্বর স্লুইচ গেটের পাশে রক্ষিত তিনটি নৌকায় ইয়াবার একটি চালানো রয়েছে। এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় ওই এলাকার নৌকাগুলোতে তল্লাশি চালানো হলে একটি পুরোনো নৌকায় মাছ ধরার জালের নিচে একটি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এএটি