ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ফতুল্লায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পারভেজ (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লার থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর বাড়ি পরিবর্তনের সময় পাশের বাড়ির ভাড়াটিয়া পারভেজ মোবাইলে গেমস খেলার কথা বলে ওই কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ঘর থেকে বের করে দেয়। বাড়ি পরিবর্তনের পর মেয়ের কান্নাকাটি দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করায় সে ধর্ষণের ঘটনা জানায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে আসামি পারভেজকে গ্রেফতার করে দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আর ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।