বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে আসেপ-১০ এর উদ্বোধন অনুষ্ঠানের ‘ক্লাইমেট চেঞ্জ: চ্যালেঞ্জ ফর মাল্টিল্যাটারালিজম’ শীর্ষক প্ল্যানারি সেশনে তিনি তার বক্তব্যে এ কথা বলেন।
স্পিকার বলেন, সংসদীয় কূটনীতি বিস্তারের মাধ্যমে আসেপ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসন ও এসডিজি অর্জন সহজ করতে পারে।
ড. শিরীন শারমিন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং। জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো আঞ্চলিক বিষয় নয়। ফলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপগুলো হতে হবে বৈশ্বিক।
এসময় তিনি স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিকল্পনা এবং কর্মপন্থা নির্ধারণের মাধ্যমে সকলকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক হুমকিতে রয়েছে। যার প্রভাব পড়ছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রায়। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি, ভূমি, অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। এর মোকাবেলায় বৈশ্বিক ঐক্যমতের বিকল্প নেই।
এসময় বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলে তিনি উল্লেখ করেন।
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্তেনিও তাজানি, স্পেন পার্লামেন্টের ডেপুটি কংগ্রেস মিজ আনা মারিয়া পাস্তোর জুলিয়ান, মঙ্গোলিয়া পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সভাপতি ইয়োনডনপেরিলি বাটারবিলেগ, গণচীনের পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান ঝ্যাং ঝিজু প্ল্যানারি সেশনে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
টিএ