বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাভারের যাদুরচর এলাকার নাছির অটোমোবাইল নামে কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ চার জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
অগ্নিদগ্ধরা হলো- আতাউর, নূর মোহাম্মদ, আতোয়ার ও আমিনুর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নাছির অটোমোবাইল কারখানার শ্রমিকরা পোড়া মবিল রিফাইনের কাজ করছিলেন। এ সময় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে চার শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বারর্ন ইউনিটে পাঠান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা বাংলানি উজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসআরএস