বৃহস্পতিবার দিনগত রাতে অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জব্দ স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে বিমানবন্দরের ১১ নম্বর বোডিং ব্রিজের পিলারের নিচে পরিত্যক্ত একটি মানিব্যাগ থেকে ২৪টি স্বর্ণবার জব্দ করে শুল্ক গোয়েন্দা। যার ওজন ২ কেজি ৪০০ গ্রাম। টাকার অংকে এই স্বর্ণের দাম ১ কোটি ২০ লাখ টাকা।
জব্দকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০১৮
এমএফআই/এসআরএস