বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কানাইখালি মাঠে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এর আগে শহরে র্যালি বের করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক (ডিসি) শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার, জজ কোর্টের পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, কেন্দ্রীয় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সহ-সভাপতি আমিনুল হক বাদল, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ নাটোর জেলা কমিটির সাধারন সম্পাদক স্নিগ্ধা রায় প্রমুখ।
এছাড়া বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারাসহ আটটি জেলার সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনদিনের এ সাংস্কৃতিক উৎসবে রাজশাহী বিভাগের নাটোরসহ আটটি জেলা অংশ নিচ্ছে। এ উৎসবে নাটক, সঙ্গীত, গম্ভীরা, বারসিয়া, আবৃত্তি, যাত্রা ও নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নাটোর শাখার উদ্যোগে চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব কমিটি এ আয়োজন করেন।
চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, উত্তরাঞ্চলের সংস্কৃতি চর্চাকে বেগবান ও সংস্কৃতির মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের এ আয়োজন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সভাপতি কাজী সাঈদ হোসেন দুলাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আবুল হাসানসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তিনদিনের এ সাংস্কৃতিক উৎসবে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসআরএস