ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৩ অক্টোবর মাদারীপুরে জয় বাংলা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
৩ অক্টোবর মাদারীপুরে জয় বাংলা উৎসব ‘জয় বাংলা’ উৎসবের মোড়ক উন্মোচন করছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: প্রথমবারের মতো মাদারীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা’ উৎসব। আগামী বুধবার (৩ অক্টোবর) এ উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান উদযাপন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

এ সময় অনুষ্ঠান প্রচারের জন্য এর পোস্টারের মোড়ক উন্মোচন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

সংবাদ সম্মেলনে বক্তারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। পাশাপাশি সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও জয় বাংলা উৎসব উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৪ অক্টোবর) সরকারি নাজিমউদ্দিন কলেজ মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদার, সাবেক পৌরসভা মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ড. সেলিনা আকতার, জয় বাংলা উদযাপন পরিষদ কমিটির সদস্য সচিব শাকিলুর রহমান সোহাগ তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।