ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
সরাইলে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার শান্তিনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরাইল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. নুরুল হক বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

ওই যুবকের গলায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে শার্ট এবং জিন্স প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।