বক্তব্য রাখছেন নসরুল হামিদ বিপু
কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমরা কেরানীগঞ্জকে নিয়ে একটি বিশদ পরিকল্পনা হাতে নিয়েছি। আগামী ২০ বছরে বাংলাদেশের সবচেয়ে আধুনিক শহর হবে আমাদের কেরানীগঞ্জ। সে লক্ষ্যে আমরা এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি। শুধুমাত্র ঢাকা-মাওয়া মহাসড়কের কাজ শেষ হলেই কেরানীগঞ্জে চিত্র পাল্টে যাবে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়ামে নসরুল হামিদ স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত স্কুল পর্যায়ে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কেরানীগঞ্জ খেলাধুলার জন্য হবে আদর্শ।
আমাদের ছেলে-মেয়েরা পড়ালেখায় যেমন এগিয়ে থাকেবে তেমনি খেলাধুলায়ও হবে সমান পারদর্শী। অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্টেডিয়াম করা হবে। স্টেডিয়ামের পাশের সড়কটি চার লেন করা হবে। কেরানীগঞ্জের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হচ্ছে। তেঘরিয়ায় ২০০ একর জমির উপর নির্মিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এ সময় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমীন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, নসরুল হামিদ স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ক্রিকেট উইং আহ্বায়ক আরিফ সোলায়মান, প্রমিলা উইং আহ্বায়ক নাসরিন পপি, ফুটবল উইং আহ্বায়ক ওয়ালী মামুন ও দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।