বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত রাজধানীর মগবাজার ও হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন-মো. সিরাজ আহমেদ (২৮), মো. জাহাঙ্গীর (৩৫), সাইফ শুভ (৩০) ও আলামিন (২৯)।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে মগবাজার চেয়ারম্যান গলির আমবাজার এলাকায় ও হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
তাদের নামে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এজেডএস/ওএইচ/