শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ-আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত বুধবার (২৭ সেপ্টেম্বর) রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় ২৪ বছরের এক নারীকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন কাওসার।
কিন্তু শুক্রবার ভোরে থানা হাজতেই নিজের পরিধেয় পোশাক গলায় পেঁচিয়ে ফাঁস দেন কাওসার। তাৎক্ষণিক পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এডেজএস/ওএইচ/