ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
লালপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে জামাই নাসির উদ্দিনের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী পাখি (১৯) ও শাশুড়ি মরিয়মকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিজয়পুর গ্রামের জনৈক খলিলের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাসির ওই উপজেলা শালেশ্বর গ্রামের জমশেদ আলীর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নাসির উদ্দিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এরপর রাতে তিনি ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন।  

গভীর রাতে নাসিরকে তার শ্বশুর খলিল ডাকা-ডাকি করেন। তখন নাসির কোনো উত্তর দেননি। এসময় স্ত্রী পাখি চিৎকার দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা গিয়ে নাসিরকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল গিয়ে নাসিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়।  

তিনি আরো বলেন, এ ঘটনায় নাসিরের শাশুড়ি ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।