শুক্রবার (২৮ সেপ্টেম্বর) মরদেহের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নগরের পশ্চিম কাউনিয়া এলাকার ভাড়াটিয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার শেষে গৃহবধূ সুরমা ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত দেড়টার দিকে তার স্বামী আবু হানিফ তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাবা-মাকে ডেকে তোলেন। ওই রাতেই পার্শ্ববতী এক চিকিৎসককে ডেকে আনলে তিনি সুরমাকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার সকালে নিহত গৃহবধূর মুখে লালা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর ও এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে সুরমার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘন্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমএস/এএটি