ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে ফেনসিডিলসহ দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
নাগেশ্বরীতে ফেনসিডিলসহ দম্পতি আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৩৭ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- বরিশালের মুলাদী উপজেলার মৃত আয়নাল হকের ছেলে কবির হাওলাদার (৩২) ও তার স্ত্রী পারভীন বেগম (২৮)।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নাগেশ্বরী পৌরসভার কলেজ মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, উপজেলার রামখানা ইউনিয়নের দীঘিরপাড় দিয়ে ফেনসিডিল নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগ যাচ্ছে মাদকবিক্রেতা কবির ও তার স্ত্রী পারভীন। এমন সংবাদের ভিত্তিতে তিনিসহ পুলিশের অন্যান্য সদস্যরা নাগেশ্বরী পৌরসভার কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের তল্লাশি করে ৩৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই আব্দুল বাতেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।