ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
রাজাপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রাজাপুর থানাধীন পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা (ইটের সলিং দেওয়া) থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই বিদ্যালয়ের পেছনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাছান আলীর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সেখান থেকে সিমেন্টের প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে ১টি ওয়ান শুটারগান উদ্ধার করে। পরে অস্ত্রটি ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।