চ্যানেলে ফেরি চলাচলের জন্য প্রয়োজনীয় গভীরতা নেই। দুই ঘণ্টা ফেরি চলে আবার তিন ঘণ্টা বন্ধ থাকে।
নাব্যতা সংকটের কারণে ড্রেজারের পাইপ চ্যানেলে, দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ আছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে। নৌরুটের এ দূরাবস্থা নিয়ে এমনটাই বলছিলেন শিমুলিয়ার বিআইডাব্লিউটিসি'র উপ মহাব্যবস্থাপক সৈয়দ শাহ মো. বরকত উল্লাহ।
শুক্রবার বিকেলে ফেরি বন্ধের কারণে ঘাট এলাকায় তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। বিকেল সাড়ে ৪টা থেকে ফেরি বন্ধের কারণে এ নৌরুটে চলাচল করা যাত্রীরা বিপাকে পড়েছেন।
এর আগে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চালু হয়েছিল।
বিআইডাব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) এ এসএম আরেফিন জানান, চ্যানেলে বর্তমানে ৮টি ড্রেজার কাজ করছে। এছাড়া পদ্মাসেতু প্রকল্পের চায়না চ্যানেলে পর্যাপ্ত গভীরতা নেই, সেখানেও ড্রেজিং চলছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
আরএ