শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, মালেকেরবাড়ি টলোকায় অবস্থিত ইউনিম্যাক্স টেক্সটাইলস লিমিটেড কারখানার বয়লার রুমে বয়লার সেটিং করার সময় আগুন লাগে যায়।
পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই রুম, বয়লার, ফার্নেস অয়েল ও মেশিনপত্র পুড়ে যায় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
আরএস/জিপি