ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশসহ আহত ৩

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের জুজার গ্রামে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীরা হামলা চালালে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২৪ বোতল ফেন্সিডিল, ১০ বোতল বিয়ার, একটি দামা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ জানান, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী একরাম প্রকাশ ওরফে ডাইল একরাম তার কতিপয় সহযোগীকে নিয়ে মাদক পাচারের উদ্দেশ্যে রাধানগর ইউনিয়নের জুজার গ্রামে অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাইল একরাম ও তার সহযোগীরা দা, দামা, ছুরি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের এএসআই রানা রায় ও এএসআই মতিউর রহমান আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী ডাইল একরামের বাম পায়ে গুলিবিদ্ধ হয়।  

পুলিশের এএসআই রানা রায় ও এএসআই মতিউর রহমানকে আহত অবস্থায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাদক ব্যবসায়ী ডাইল একরামকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১০ বোতল বিয়ার, একটি দামা ও একটি ছুরি উদ্ধার করে। এ ঘটনায় থানায় ২টি মামলা হয়েছে।

ডাইল একরামের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ৮টি মাদকের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসএইচডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।