শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নিহত হাসানের মরদেহ উদ্ধার করে গোলড়া হাইওয়ে পুলিশ।
নিহত হাসানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায়।
গোলড়া বাসস্ট্যান্ড এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে জানান, রাতে পণ্যবোঝাই একটি ট্রাক জগের মাধ্যমে উঁচু করে ট্রাকের নিচে মেরামতের কাজ শুরু করেন হাসান। এর কিছুক্ষণ পর হুট করে জগের বাতাস বের হয়ে ট্রাক নিচু হতে শুরু করে। টের পেয়ে হাসান কাজ বাদ দিয়ে দ্রুত ট্রাকের নিচ থেকে বের হয়ে দূরে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এসময় পণ্যবোঝাই ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
গোলড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক ( এসআই) আলমগীর হোসেন ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
কেএসএইচ/এসআই