ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠে দু’দল ডাকাতের মধ্যে গুলিবিনিময় হচ্ছে- এমন খবরের ভিত্তিতে সেখানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে শফিউদ্দিন ওরফে মিনি নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, একটি হাতবোমা ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নিহত মিনি সদর উপজেলার চোরকোল গ্রামের মোবারেক মণ্ডলের ছেলে।
মিনির নামে থানায় একটি হত্যাসহ পাঁচটি ডাকাতি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএ