নিহতরা হলেন- সায়েম মিয়া (২২), শাজাহান মিয়া (২৬) ও খাইরুল মিয়া (৪৫)। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম বাংলানিউজকে জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে মগবাজার রেড ক্রিসেন্ট অফিসের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শাহাজানের মৃত্যু হয়।
শাহাজান শেরপুরের লাতিতাবাড়ী উপজেলার আনসার আলীর ছেলে। মগবাজার আমবাগান এলাকায় থেকে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন তিনি।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যার দিকে পশ্চিম রামপুরা হাজিপাড়ায় একটি বাসায় বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন সায়েম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁড়ানো অবস্থায় ছিটকে বাসার ভেতরে থাকা বটির উপরে পড়েন তিনি। এতে তার পেটের অনেক অংশ কেটে যায়। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শনিবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলার ভাঙ্গাপ্রেস এলাকায় একটি বাসার পাঁচতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন খাইরুল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
মৃত খাইরুলের ভাগিনা লিটন মিয়া জানান, দীর্ঘদিন ধরে তার মামা ওই বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। সকালে কাজের জন্য ছাদে যান। এ সময় অসাবধানতাবসত তিনি নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এজেডএস/আরবি/