ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
পাটগ্রামে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে আগুন

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভয়াবহ আগুনে বাজারের ১২টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সানিয়াজান নদীর তীরে অবস্থিত বাউরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতাজুর রহমান বাংলানিউজকে জানান, বাউরা বাজেরের কোনো এক দোকান থেকে প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে।

এ আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এরই মধ্যে বাউরা বাজারের বুলবুল, রঞ্জু, মিঠু, রাজু, আতিয়ার রহমান, আব্দুস সামাদ, আইনুল ইসলাম, সেমিল হোসেন, আলতাফ হোসেনের দোকানসহ প্রায় ১২টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।  

তবে ক্ষয়ক্ষতির তালিকার কাজ শুরু হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।