ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
সিরাজগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে আল তৌফিক (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তৌফিক ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

সে দারুল ইসলামী একাডেমির নবম শ্রেণিতে পড়তো।  

নিহতের বাবা লুৎফর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে মেয়ের চিকিৎসার জন্য পরিবারের সবাই হাসপাতালে অবস্থান করছিলেন। এর মধ্যে স্কুল থেকে বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে তৌফিক। আড়াইটার দিকে বাড়ি ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বিকেলের দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের গলায় ফাঁসের চিহ্ন দেখে আত্মহত্যা হিসেবেই ধারণা করা হচ্ছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।