শনিবার (২৯ সেপ্টেম্বর) র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর বরিশাল নগরের কাকলীর মোড়ে অবস্থিত একটি মোবাইলের শো-রুম থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা মাধ্যমে মূল্য পরিশোধ না করে একটি স্যামসাং গ্যালাক্সি জে-৬ মোবাইল ফোন নিয়ে যাওয়া মাসুম।
পরে র্যাব-৮ একটি দল সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে বরিশাল নগরের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে আটক করা হয়। এ সময় ২১ হাজার ৯০০ টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি জে-৬ মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
এদিকে আটকের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানায়, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে।
র্যাব-৮ এর বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি চুরি ও প্রতারক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমএস/আরআইএস/