শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খঞ্জনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বীরেন এক্কান পত্নীতলা উপজেলার মৃত মগেস্বরের ছেলে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়িতে যাচ্ছিলেন বীরেন এক্কা। এ সময় পত্নীতলা থেকে ছেড়ে আসা সাপাহারগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বাস রেখেই পালিয়ে যান চালক।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এসআরএস