ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সরকারের সাফল্যের দ্বার উন্মোচিত ক্রীড়াক্ষেত্রেও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
সরকারের সাফল্যের দ্বার উন্মোচিত ক্রীড়াক্ষেত্রেও ভলিবল প্রতিযোগিতা’র উদ্বোধনকালে বক্তব্য রাখেন মন্ত্রী শাহজাহান কামাল। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: বর্তমান সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে ক্রীড়াক্ষেত্রেও সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। 

শনিবার  (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত ‘বিমান বাংলাদেশ জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

শাহজাহান কামাল বলেন,পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পরিচিতি করে তুলতে সমুদ্র সৈকতে এ ধরনের ক্রীড়ানুষ্ঠানের বিকল্প নেই।

 

ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক আহমেদ আইএফআইসি ব্যাংকের সিইউএম শাহা আলম সরওয়ার ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।  

ভলিবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০টি ও নারী বিভাগে আটটি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় পুরুষ দলে বাংলাদেশ পুলিশ বনাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং নারী দলে বাংলাদেশ আনসার বনাম চট্টগ্রাম জেলা দলের খেলা অনুষ্ঠিত হয়।
 
এর আগে ভলিবল ফেডারেশনের আয়োজন উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।