ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় ট্রলার ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
বুড়িগঙ্গায় ট্রলার ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মেরি অ্যান্ডারসন এলাকা থেকে আলভী (৩ মাসের) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে শিশুটির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহত শিশু আলভী ফতুল্লার পাগলা এলাকার রাসেল মিয়ার ছেলে।

গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ফরাশগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবোঝাই ট্রলার চাঁদপুর থেকে ঢাকামুখী এমভি ক্রিস্টাল ক্রুজ নামে লঞ্চের ধাক্কায় ডুবে যায়। ওই সময় ট্রলারটিতে থাকা ৩০ থেকে ৩৫ জনের মধ্যে মাহিয়া (৯) ও আলভী (৩ মাস) নিখোঁজ ছিল।  

শনিবার বিকেলে আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে শিশুটির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফাহেয়াত উদ্দিন রক্তিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে নিখোঁজ শিশুটির বাবা ও মা এসে মরদেহ বিনা ময়না তদন্তে নিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, নিহত শিশুটির মরদেহ তার বাবা ও মা এসে বিনা ময়নাতদন্তে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।