ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আগুনের ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির জামাই বাজারের আগুন নিয়ন্ত্রণের এসেছে। 

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঘণ্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে বলেন, বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এজন্য ঘণ্টাখানেক অভিযান চালিয়েছে আমাদের ছয়টি ইউনিট। তবে এখনই আগুনে ক্ষয়ক্ষতি কি হয়েছে, তা বলতে পারছি না।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।