শনিবার (২৯ সেপ্টেম্বর) শহরের মীর মহলে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রাইনার মধ্যে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রাইনা বলেন, সাতক্ষীরা সদরের এমপি মীর মোস্তাক আহমেদ রবি এ জেলাবাসীর সুবিধার্থে ইন্ডিয়ান ভিসা সেন্টার স্থাপনের কথা বলেছিলেন।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ প্রতিবেশী। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক অটুট রাখতে এ উদ্যোগ।
এ সময় বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রশংসা করেন রাজেশ কুমার রাইনা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি দীপক কুমার ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টিএ