শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শহীদ বেদিতে অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সাংস্কৃতিক সংগঠক মনির মোবারকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন, সাবেক ছাত্রনেতা দীপক বড়ুয়া, কক্সবাজার সৃজন সঙ্গীত ভূবনের সভাপতি প্রিয়া দত্ত, উদীচী কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রুবেল ধর প্রমুখ।
এছাড়া এই কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পণ বড়ুয়া।
সমাবেশে বক্তারা বলেন, রামু হামলার ছয় বছর পার হলেও এতো বড় একটি ঘটনার বিচারকার্য শেষ হয়নি এখনও। তাই দ্রুত হামলাকারীদের বিচারের আওয়াতয় আনা হোক।
বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টিএ