শনিবার (২৯ সেপ্টেম্বর) শিল্পীর সাদা-কালোতে আঁকা শিল্পকর্ম নিয়েই একক প্রদর্শনীর আয়োজন করে উত্তরার শান্ত-মারিয়াম ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে ‘শিল্পী শাহাবুদ্দিনের একক ড্রইং প্রদর্শনী ২০১৮’ শিরোনামের প্রদর্শনীতে স্থান পেয়েছে এ শিল্পীর ২৫টি ড্রইং ও সাতটি ছাপচিত্র।
শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন- নাট্যজন মমতাজ উদ্দিন আহমেদ, শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ ও প্রদর্শনীর আহ্বায়ক শিল্পী নাসিম আহমেদ নাদভী।
ধন্যবাদ জ্ঞাপন করেন ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত।
উদ্বোধন পর্বের শুরুতেই শিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ নিজের শিল্পকর্মের ওপর প্রাণবন্ত আলোচনায় ছবির অব্যক্ত ভাষা ও তার শক্তি নিয়ে আলোকপাত করেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। তা শেষ হবে ১৯ অক্টোবর।
বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এইচএমএস/টিএ