ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাহমুদুল করিম (৩৭) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের পাঁচ কর্মকর্তা।

রোববার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের শাপলার ডেবা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে আটটি দেশীয় বন্দুক ও দুই হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।

নিহত মাহমুদ কুমার ছোট মহেশখালীর দক্ষিণকুল গ্রামের ইউসুফ আলীর ছেলে। আর আহত পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন মহেশখালী থানার উপ-পরিদশর্ক (এসআই) দীপক বিশ্বাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জীব দত্ত, কনস্টেবল আফতাব, ইব্রাহীম ও মহিউদ্দিন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ছোট মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় মাহমুদুল করিমসহ একদল সন্ত্রাসী ও মাদকবিক্রেতা পাঁচ ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু ছিনিয়ে নেয়। এরপর তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়।  

খবর পেয়ে পুলিশ সন্ত্রসীদের ধরতে ভোর ৫টার দিকে শাপলার ডেবা এলাকার গভীর পাহাড়ি এলাকায় অভিযানে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী ও মাদকবিক্রেতারা গুলি ছোঁড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে মাহমুদুল করিম নামের একজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে। এছাড়া সেখান থেকে আটটি দেশীয় বন্দুক ও দুই হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮/আপডেট ১০১৫ ঘণ্টা
এমএফআই/টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।