ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
নাইক্ষ্যংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার নিহতদের মরদেহ। ছবি-বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশালী এলাকা থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে বাইশারী ইউনিয়নের থ্রি-স্টার রাবার বাগান এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক, একটি কাটা বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-বাইশারী এলাকার মোহাম্মদ আনোয়ার ওরফে আনাইয়্যা ডাকাত (৩৬), হামিদুর রহমান (২৫) ও বাপ্পি (২৩)। স্থানীয়রা মরদেহগুলো শনাক্ত করেছেন।  

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার বাংলানিউজকে জানান, ওই তিনজনই ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। রাবার বাগান দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তারা নিহত হয়েছেন।

পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয়রা রাবার বাগান এলাকায় মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

পুলিশের দাবি, কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন আনাইয়্যা ডাকাত ও তার লোকজন। তাকে ধরার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে অভিযানও চালিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।