ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কারা হচ্ছেন সিসিক’র প্যানেল মেয়র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
কারা হচ্ছেন সিসিক’র প্যানেল মেয়র সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র হওয়ার আলোচনায় থাকা কাউন্সিলরা।

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র-কাউন্সিলর পরিষদ শপথ নিয়েছেন ৫ সেপ্টেম্বর। শপথ নেওয়ার পরই নতুন পরিষদের দায়িত্ব নেওয়ার কথা।

কিন্তু গত পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় দায়িত্ব নেয়নি নতুন পরিষদ। এরই মধ্যে দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী শপথ গ্রহণের পর পরই যুক্তরাজ্যে সফরে চলে যান।

দেশে ফেরেন বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর)। এরপরই ফের আলোচনায় আসে মেয়র ও কাউন্সিলররা কবে নিচ্ছেন নগর ভবনের দায়িত্ব? নতুন পরিষদের প্রথম সভাই কবে? কাউন্সিলরদের মধ্য থেকে ৫ বছরের জন্য কারা হচ্ছেন-প্যানেল মেয়র?
 
সিসিকের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান পরিষদের পাঁচ বছর মেয়াদপূর্ণ ৮ অক্টোবর। ৯ অক্টোবর থেকে দায়িত্বে আসার কথা মেয়র আরিফুল হক চৌধুরীর। তবে কাউন্সিলররা বলছেন, ৭ অক্টোবর সিসিক মেয়রের দায়িত্ব নিতে পারেন আরিফুল হক চৌধুরী।
 
মেয়র দায়িত্বভার গ্রহণের পর পরই নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা আহ্বান করবেন। নতুন পরিষদের প্রথম সভায়ই প্যানেল মেয়র নির্বাচনসহ কাউন্সিলরদের সমন্বয়ে বিভিন্ন কমিটি গঠন করা হবে। এছাড়া কাউন্সিলরদের মধ্যে বিভিন্ন প্রকল্পও বরাদ্দ দেওয়া হবে।
 
সিসিকের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণের ব্যাপারে বাংলানিউজকে বলেন, মেয়াদান্তে দায়িত্ব নিতে সিটি করপোরেশন সচিব তাকে চিঠি দেবেন।
 
এ ব্যাপারে সিসিক সচিব বদরুল হক বাংলানিউজকে বলেন, মেয়র শপথ নেওয়ার পরে কেবল মেয়াদপূর্ণ হলেই অটো দায়িত্ব নিতে পারবেন। এজন্য নতুন করে কোনো চিঠি বা পরিপত্র জারির প্রয়োজন নেই।
 
অবশ্য সেই আলোচনা ছাপিয়ে এখন সামনে চলে এসেছে নতুন পরিষদে কারা হচ্ছেন প্যানেল মেয়র। প্যানেল মেয়র পদে আগ্রহী প্রার্থীই বা কারা? এরই মধ্যে একঝাঁক কাউন্সিলর প্যানেল মেয়র হতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর মেয়র পরিষদের প্রথম সভা আহ্বান করবেন। ওই সভায় নির্বাচিত কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার কথা।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্যানেল মেয়র হওয়ার আলোচনায় রয়েছেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান তৌফিকুল হাদি, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২২ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আযম খান।
 
সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে প্যানেল মেয়রের আলোচনায় রয়েছেন- অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ, শাহানারা বেগম, সালমা সুলতানা।
 
এ ব্যাপারে সিসিকের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ বাংলানিউজকে বলেন, তিনিসহ এক ডজন কাউন্সিলর প্যানেল মেয়র পদে প্রার্থী হচ্ছেন।
 
২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম বাংলানিউজকে বলেন, প্যানেল মেয়র পদে অনেকেরই নাম শোনা যাচ্ছে। অবশ্য পরিষদ বসলে পুরোপুরি জানা যাবে, কারা প্যানেল মেয়র হতে চাচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।