রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বাংলানিউজকে জানান, সকালে ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ তিনজন আহত হন। এরমধ্যে এক আরোহী মারা যান। অপর দু’জনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
কেএসএইচ/আরবি/