রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে এই সচেতনতা কর্মসূচি শুরু হয়। করপোরেশনের প্যানেল মেয়র-৩ আলেয়া সারোয়ার ডেইজী কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন, এ বছর চিকুনগুনিয়া ও ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। সেজন্য আমরা ডিএনসিসির পক্ষে থেকে বিশেষ এই কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের কাজ হবে গানে গানে জনগণকে সচেতন করা। এই নগরের অনেকেই জানেন এডিস মশার বংশবিস্তার ঘটে স্বচ্ছ জমে থাকা পানিতে। তারপরও কেউ হয়তো মানেন না। তাই আমরা নাগরিকদের সচেতন করতে ব্যতিক্রমধর্মী এই কর্মসূচি নিয়েছি। আমাদের প্রতিটি ওয়ার্ডে এই ‘রোড শো’ যাবে।
সপ্তাহব্যাপী এই কর্মসূচি ছাড়াও নিয়মিত মশার মারার ওষুধ ছিটানো হচ্ছে বলেও জানান প্যানেল মেয়র।
তবে ডিএনসিসি সেপ্টেম্বরের একেবারে শেষ দিনে এই কার্যক্রম হাতে নিলেও বিশেষজ্ঞদের মতে, এডিস মশার বংশ বিস্তারের মৌসুম ধরা হয় জুলাই-সেপ্টেম্বরকে। সেপ্টেম্বরের পরে এডিস মশার প্রকোপ সাধারণত কমে যায়। এনিয়ে গত ২৭ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও বলেছিলেন, ‘এডিস মশা সেপ্টেম্বর পর্যন্তই সাধারণত বংশ বিস্তার ঘটায়। তাই আগামী ১৫ দিনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে। ’
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসএম/এইচএ/