ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
সোনারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদকবিক্রেতা আলীনূর নিহত হয়েছেন।

রোববার (৩০ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকার চিলারবাগ গ্রামের বালুর মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আলিনূর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন আলিনূর। পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার তাকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।
 
তিনি আরও জানান, রোববার ভোরে সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আলীনূরকে গ্রেফতারের জন্য ওই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার চিলারবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলীনূর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধে’ আলীনূর নিহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩শ’ পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় ১৬টি মাদক ও ৪টি অন্যান্য মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।