ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
কালীগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক অস্ত্র ও গুলিসহ আটক বোরাক লস্কর। ছবি-বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ বোরাক লস্কর (৪০) নামে এক ডাকাতকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার (৩০ সেপ্টেম্বর) ভোরে কালীগঞ্জ উপজেলার কালার বাজার এলাকা তাকে আটক করা হয়। তিনি মাগুরা জেলার শালিখা থানার পিপরুল গ্রামের সোনা উল্লাহ লস্করের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ভোর ৪টার দিকে অস্ত্র নিয়ে একদল ডাকাতের কালার বাজার এলাকায় জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় টের পেয়ে ডাকাত দলের বাকিরা পালিয়ে গেলেও বোরাককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকা থেকে সাত দশমিক ৬৫ বোরের একটি নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও পাইপগান তৈরির দু’টি পাইপ উদ্ধার করা হয়।  

তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে কালীগঞ্জ, শালিখা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।