রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাবার বাগান কার্যালয়ে দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) ছানা উল্লাহর নেতৃত্বে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
ওএইচ/