রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকী বাজারের প্রধান সড়ক সংলগ্ন একটি পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বাংলানিউজকে জানান, আমকী বাজারের প্রধান সড়ক সংলগ্ন একটি পুকুরে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত বৃদ্ধের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এনটি