এমপি আবু জাহিরকে সংবর্ধনা
হবিগঞ্জ: হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কার্যক্রম সম্পাদন করায় হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরতলীর ধুলিয়াখালস্থ আইডিয়াল হাইস্কুল ভাদৈ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব মো. আবু জাহির এমপি।
এর আগে, ওই প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করায় তার প্রতি কৃতজ্ঞতা জানানোসহ একটি সোনার নৌকা উপহার দেওয়া হয়। এছাড়াও কয়েকজন কৃতি শিক্ষার্থীর হাতে সোনার ম্যাডেল তুলে প্রধান অতিথি।
ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান এমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মো. আবুল খায়ের, জেলা শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুমদার, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।