পদত্যাগের পর যুক্তরাষ্ট্রে চলে যাওয়া এস কে সিনহা গত শনিবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে নিজের লেখা আত্মজীবনী গ্রন্থ ‘অ্যা ব্রোকেন ড্রিম’র প্রকাশনা উৎসবে এ কথা জানান।
বিচারপতি সিনহা বলেন, ‘আমি এখনো একজন শরণার্থী।
‘শরণার্থী অবস্থায়’ থাকার কারণে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ত্যাগের অনুমতি নেই জানিয়ে এস কে সিনহা বলেন, ‘যুক্তরাজ্যের হাউস অব কমন্সে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সেখানে যেতে পারছি না। জেনেভা এবং ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণেও সাড়া দিতে পারছি না। ’
সাবেক এ প্রধান বিচারপতি দাবি করেন, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার ব্যবস্থা নিয়ে তার নিজের যে লক্ষ্য এবং দায়িত্ব পাওয়ার পর যে অভিজ্ঞতা হয়েছে তারই বিবরণ এই বই। বইটি প্রকাশের ক্ষেত্রে তিনি কারও কাছ থেকে কোনো সহায়তা পাননি। বইটি প্রকাশের জন্য কেউ বিনিয়োগ করতে রাজি হয়নি, এমন কি প্রকাশকও পাননি তিনি।
সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে লেখা বইটি প্রকাশের পর আলোচনা শুরু হয়। এটি মিলছে অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে।
বইটি প্রকাশের পেছনে কাদের সহায়তা আছে তা খুঁজে দেখতে সম্প্রতি নিউইয়র্কের এক অনুষ্ঠানে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে এস কে সিনহা বলেন, আমি একটি বই লিখেছি, সেই বই প্রকাশের ক্ষেত্রে যদি কারও ভূমিকা থাকে, কেউ যদি সহায়তা করেন সেটি কি অপরাধ?
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এইচএ/