রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পলাশপুর ৮ নম্বর এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নবজাতকের বয়স একদিন হতে পারে। শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে কোনো এক সময় নবজাতকটিকে খাল বা খাল সংলগ্ন কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এমএস/ওএইচ/