ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গণপরিবহন স্বল্পতায় দুর্ভোগে রাজধানীবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
গণপরিবহন স্বল্পতায় দুর্ভোগে রাজধানীবাসী বহু যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান ও মতিঝিল এলাকার সড়কগুলোতে প্রায় বন্ধ হয়ে গেছে যান চলাচল।

দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের জন্য মানুষ আসতে শুরু করলে যানজট এবং পরিবহন স্বল্পতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীরবাসীদের।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাজধানীর অন্যতম এলাকা পল্টন মোড় থেকে ছাড়েনি কোনো গাড়ি।

এ সময় বাসগুলো লোকশূন্য হয়ে রাস্তায় শুধু থমকেই ছিল। আর গড়িচালকরা যেন সেগুলো শুধু পাহারার দায়িত্বেই ছিলেন। বহু যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছেন।  ছবি: বাংলানিউজজাতীয় প্রেসক্লাবের সামনে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের চালক আজিজুল ইসলামের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, আসার সময়তো অনেকটা জ্যাম পার হয়েই এসেছি। কিন্তু এখন তো সব গাড়িই থমকে আছে। প্রায় এক ঘণ্টা ধরে একই এলাকায় গাড়ি নিয়ে বসে আছি। একটুও নড়াচড়া নেই। আর যাত্রীরাও সবাই নেমে যাওয়ায় গাড়ি এখন পুরো ফাঁকা।

শাহবাগ এলাকা থেকে প্রায় একই কথা জানান গুলিস্তানগামী শিকড় পরিবহনের চালক নাইমুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, বাংলামোটর থেকে শাহবাগ আসতে সময় লেগেছে ১ ঘণ্টারও বেশি। আর কখন যে পৌঁছাবো, তা সঠিক বলতেও পারছি না। সড়কে তীব্র যানজট।  ছবি: বাংলানিউজআবার রাজধানীর এ প্রাণকেন্দ্রে সাধারণ মানুষ হয়রান হয়েছে বাসের অপেক্ষাতেও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সামনে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসংখ্য মানুষকে। অথচ দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা পরিবহন পায়নি।

এ ব্যাপারে রুবেল আহমেদ নামে উত্তরাগামী এক যাত্রী বলেন, সকালে এসেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু এখন যাওয়ার জন্য কোনো গাড়িই পাচ্ছি না। এমনকি সিএনজিও না। আর যারা আসছে, তারা ভাড়া চাইছে দ্বিগুণেরও বেশি।

যানজট দুর্ভোগ নিয়ে শাহবাগ মোড়ে ট্রাফিক পুলিশ আজিজুল ইসলেমর সঙ্গে কথা হলে তিনি বলেন, মূলত সমাবেশেকে কেন্দ্র করেই এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দিক থেকে মিছিল আসছে, সেগুলোকে জায়গা করে দিতে গিয়ে গাড়িগুলোকে থামিয়ে রাখতে হচ্ছে। আর সঙ্গে মেট্রোরেলের কাজ চলার জন্য দুর্ভোগটা একটু বেশিই পোহাচ্ছে নগরবাসী। যানজট।  ছবি: বাংলানিউজতবে একদিকে যানবাহন থেমে থাকা আর অন্যদিকে স্বল্পতার ফলে অধিকাংশ লোকই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছেন পায়ে হেঁটে। তবে যাদের গন্তব্যস্থল একটু দূরে, বেশি দুর্ভোগে পড়েছেন তারা। একইসঙ্গে বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স আর শিক্ষার্থীরাও।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।