দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের জন্য মানুষ আসতে শুরু করলে যানজট এবং পরিবহন স্বল্পতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীরবাসীদের।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাজধানীর অন্যতম এলাকা পল্টন মোড় থেকে ছাড়েনি কোনো গাড়ি।
শাহবাগ এলাকা থেকে প্রায় একই কথা জানান গুলিস্তানগামী শিকড় পরিবহনের চালক নাইমুল ইসলাম।
তিনি বাংলানিউজকে বলেন, বাংলামোটর থেকে শাহবাগ আসতে সময় লেগেছে ১ ঘণ্টারও বেশি। আর কখন যে পৌঁছাবো, তা সঠিক বলতেও পারছি না। আবার রাজধানীর এ প্রাণকেন্দ্রে সাধারণ মানুষ হয়রান হয়েছে বাসের অপেক্ষাতেও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সামনে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসংখ্য মানুষকে। অথচ দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা পরিবহন পায়নি।
এ ব্যাপারে রুবেল আহমেদ নামে উত্তরাগামী এক যাত্রী বলেন, সকালে এসেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু এখন যাওয়ার জন্য কোনো গাড়িই পাচ্ছি না। এমনকি সিএনজিও না। আর যারা আসছে, তারা ভাড়া চাইছে দ্বিগুণেরও বেশি।
যানজট দুর্ভোগ নিয়ে শাহবাগ মোড়ে ট্রাফিক পুলিশ আজিজুল ইসলেমর সঙ্গে কথা হলে তিনি বলেন, মূলত সমাবেশেকে কেন্দ্র করেই এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দিক থেকে মিছিল আসছে, সেগুলোকে জায়গা করে দিতে গিয়ে গাড়িগুলোকে থামিয়ে রাখতে হচ্ছে। আর সঙ্গে মেট্রোরেলের কাজ চলার জন্য দুর্ভোগটা একটু বেশিই পোহাচ্ছে নগরবাসী। তবে একদিকে যানবাহন থেমে থাকা আর অন্যদিকে স্বল্পতার ফলে অধিকাংশ লোকই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছেন পায়ে হেঁটে। তবে যাদের গন্তব্যস্থল একটু দূরে, বেশি দুর্ভোগে পড়েছেন তারা। একইসঙ্গে বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স আর শিক্ষার্থীরাও।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এইচএমএস/এএটি