রোববার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেন পোশাক শ্রমিকরা।
পোশাক শ্রমিকরা অভিযোগ করে বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ১২শ’ শ্রমিক কাজ করলেও তাদের কোনো ধরনের সমস্যা দেখছেন না মালিকপক্ষ।
এর জের ধরে গত ১২ সেপ্টেম্বর ৩৮ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদ করায় আরও ৬০ জনকে ছাঁটাই করা হয়। এ পর্যন্ত ৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আরও ছাঁটাই করা হবে বলে হুমকি দিচ্ছেন মালিকপক্ষ।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন- গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসসহ অন্যান্য নেতারা।
ন্যায্য দাবি পূরণসহ সরকারের কাছে নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
ওএইচ/