রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক পাচারকারী বেনাপোলের বালুন্ডা গ্রামের আব্দুস ছালামের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে বিপুল পরিমাণে টাকার একটি চালান এপাড়ে পাচার হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বাবলুর নামে এক পাচারকারীকে আটক করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৫০ লাখ টাকা পাওয়া যায়।
২১-বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পরে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এজেডএইচ/এএটি