ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (সিসিবি) নেতারা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক হয়। এতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) সিসিবি অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে সিসিবি নেতাদের বিদায়ী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিসিবির সভাপতি এম মজিবুল হক ও সাধারণ সম্পাদক শামস মাহমুদসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিসিবির পক্ষ থেকে বার্নিকাটকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাদশে সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বের ৩০, ২০১৮
টিআর/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।