ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হোসেন নগর মোড়ে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় গোপাল নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ১১টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মুক্তিযোদ্ধা ওই গ্রামেরই স্থায়ী বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, হোসেন মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন গোপাল। এ সময় একটি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি।  

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।