ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
সুবর্ণচরে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন থেকে মো. জুয়েল (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের সমিতির বাজারের একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জুয়েল ওই ইউনিয়নের উত্তর বাগ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে বের হয়ে জুয়েল আর ফিরে আসেনি। মঙ্গলবার বিকেলে স্থানীয় সমিতির বাজারের একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে দুর্গন্ধ আসছে বুঝতে পেরে ব্যবসায়ীরা ভবনটিন ছাদে গিয়ে জুয়েলের মরদেহ দেখতে পান।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম বিষয়টি ‍নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জুয়েল বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।