ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জ উপজেলা জাপা সভাপতি আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
কালীগঞ্জ উপজেলা জাপা সভাপতি আর নেই

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. নাজির হোসেন (৬৫) আর নেই। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নাজির হোসেন কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট এলাকার বাসিন্দা।

তিনি কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন।

কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান সবুজ বাংলানিউজকে জানান, গত দুই দিন আগে মশা কামড়ানোর পর জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন ডা. নাজির হোসেন। জ্বরে আক্রান্ত হলেও তেমনটা অসুস্থতা বোধ করেননি তিনি।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে বাড়িতিই মারা যান তিনি। মরহুমের নামাজে জানাজা বুধবার অনুষ্ঠিত হবে।

নাজির হোসেনের মৃত্যুতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮ইং
এইচএমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।